কোভিডে স্বাদ ও ঘ্রাণ হারানোর জন্য দায়ী জিন

কোভিডে স্বাদ ও ঘ্রাণ হারানোর জন্য দায়ী জিন

কোভিডে সংক্রমিত হলে কেউ স্বাদ, ঘ্রাণ হারান। কেউ হারান না। কোভিডে আক্রান্ত রোগীদের লক্ষণে এই তারতম্যের কারণ হিসেবে গবেষকরা দেখেছেন, মানুষের শরীরের দু’টি জিনের অতি সক্রিয়তা। মানুষের স্বাদ পাওয়ার ক্ষমতা ও ঘ্রাণশক্তির ক্ষেত্রে এই দু’টি জিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গবেষকদের মতে এই জিন দু’টির ‘ক্রোমোজোম-৪’ নামের একটি বিশেষ অংশের অতি সক্রিয়তার ফলে কোভিডে আক্রান্ত মানুষের স্বাদক্ষমতা ও ঘ্রাণশক্তি চলে যাওয়ার সম্ভাবনা অন্তত ১১ শতাংশ বেড়ে যায়। নেচার জেনেটিক্স বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত এই গবেষণা করেছেন জিন বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন জিন দু’টির নাম ইউজিটি২এ-১ ও ইউজিটি২এ-২। গবেষকরা দেখেছেন সব রোগীর ক্ষেত্রে এই জিন দু’টির বিশেষ অংশ অতি সক্রিয় হয়ে উঠছে না। কেন সব কোভিড রোগীর ক্ষেত্রে জিনের বিশেষ অংশ সক্রিয় হচ্ছে না, সেই গবেষণায় আপাতত ব্যস্ত বিজ্ঞানীরা।