জুলাই ভেঙেছে উষ্ণতার রেকর্ড

জুলাই ভেঙেছে উষ্ণতার রেকর্ড

এ বছরের জুলাই মাসটাকে সর্বকালের উষ্ণতম মাস বলে চিহ্নিত করল NOAA (National Oceanic and Atmospheric Administration)। তাদের রিপোর্ট বলছে, এ বছরের জুলাই মাসের তাপমাত্রা ভেঙে ফেলেছে ১৪২ বছরের রেকর্ড। উত্তর গোলার্ধের স্থলভাগের উষ্ণতা আগের ২০১২ র রেকর্ডের চেয়ে গড়ে ২.৭৭ ডিগ্রি ফারেনহাইট বেশি। এর আগে এশিয়ার উষ্ণতম জুলাই ছিল ২০১০ সালের। এছাড়াও ইউরোপ, উত্তর ও দক্ষিন আমেরিকা, অস্ট্রেলিয়া সব মিলিয়ে পূর্বে ১০টি উষ্ণতম জুলাই মাস চিহ্নিত করা ছিল। চলতি বছরের জুলাই মাসের উষ্ণতা সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে। যার ফলস্বরূপ উত্তরমেরু হিমবাহের পরিমান গত ৪৩ বছরের মধ্যে চতুর্থ সর্বনিম্ন ছিল এবছরের জুলাইয়ে। এবং ক্রান্তিয় অঞ্চলে ঝড়ের পরিমাণ ছিল অত্যাধিক বেশি।
NOAA র আধিকারিক রিক স্পিনার্ড বলেছেন, IPCC (Intergovernmental panel on climate change) -র রিপোর্ট দ্ব্যর্থহীন ভাবে জানাচ্ছে, জলবায়ু পরিবর্তন একদিনে হয়নি। আর এর জন্য দায়ী কিন্তু মানুষই।