তেলঙ্গানায় আকাশ থেকে ওষুধ

তেলঙ্গানায় আকাশ থেকে ওষুধ

তেলঙ্গানা সরকার তার রাজ্যের নাগরিকদের আকাশ থেকে ওষুধ ও টীকা সরবরাহ করার পরিকল্পনা নিয়েছে। ডাঞ্জো ডিজিটাল নামের এক বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এই কাজ করবে রাজ্যের সরকার। ২০ সেপ্টেম্বর, সোমবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হল কাজ। চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই বেসরকারি সংস্থাটির অস্তিত্ব হায়দরাবাদ ছাড়াও বেঙ্গালুরু, পুণে, দিল্লি, গুরুগ্রাম, চেন্নাই, জয়পুরেও রয়েছে। সরকার এবং বেসরকারি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোনগুলি ১২ কিলোমিটার দূরত্বের অঞ্চল অবধি টীকা এবং ওষুধ সরবরাহ করতে পারবে। এক একটি অঞ্চলে ড্রোনগুলি ১৮ মিনিট করা থাকবে বলে জানা গিয়েছে। বেসরকারি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোনে টীকা ও ওষুধ সরবরাহ করার প্রধান সুবিধে প্রত্যন্ত অঞ্চলগুলিতেও টীকা ও ওষুধ পৌঁছে দেওয়া যাবে। শহরেও, আকাশপথে টীকা ও ওষুধ পৌঁছে দিতে পারলে রাস্তার জ্যামজট এড়িয়ে দ্রুত নির্দিষ্ট অঞ্চলগুলোতে টীকা ও ওষুধ পৌঁছে দেওয়া সম্ভব হবে।