মহাকাশে গান, টম ক্রুজের সঙ্গে কথা!

মহাকাশে গান, টম ক্রুজের সঙ্গে কথা!

মার্কিন সংস্থা স্পেস এক্সের তিন দিনের বেসামরিক মহাকাশ অভিযানে সৌরকক্ষে পৌঁছনোর পর চার বেসামরিক সদস্যের একজন, ডাটা ইঞ্জিনিয়ার, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন বায়ুসেনা, ক্রিস সেমব্রস্কি আনন্দে উচ্ছ্বসিত হয়ে গিটার বাজিয়ে গান করে ফেললেন! পৃথিবীতে, আমেরিকায় অপেক্ষারত তাদের আত্মীয়, বন্ধুবান্ধব এবং সমর্থকদের সঙ্গে কথাও বললেন। যে সমর্থকদের মধ্যে ছিলেন হলিউডের এক মহাতারকা, টম ক্রুজ! সেই সময় ইনস্পিরেশন-৪ (এই মিশনের নাম) ঘন্টায় ১৭ হাজার ৫০০ মাইল গতিতে ইউরোপের ওপর দিয়ে যাচ্ছিল। সৌরকক্ষের ওপর দিয়ে মহাকাশে স্পেস এক্সের এই অভিযান বেসরকারি সংস্থার নিজস্ব ইউ টিউব চ্যানেলে সম্প্রচারিতও হয়েছে। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তাদের সৌরকক্ষের ওপর দিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করার একটি ভিডিও লিঙ্কও মহাকাশ থেকে পাঠিয়েছেন চার মহাকাশচারী। রবিবার ভোরে আটলান্টিকের ওপর একটি ভাসমান তরণীর ওপর অবতরণ করে পৃথিবীতে ফিরে আসবে স্পেস এক্সের এই মহাকাশযান।