শরীরের সংস্পর্শে উধাও ইন্টারনেট

শরীরের সংস্পর্শে উধাও ইন্টারনেট

১৪ বছরের এক বালকের শরীরে বাসা বেধেছে অদ্ভুত রোগ। উত্তরপ্রদেশের আলিগড় জেলার জট্টারি গ্রামের নবম শ্রেণির ছাত্র অস্তিত্ব আগারওয়ালের কাছে বৈদ্যুতিন গ্যাজেট, যেমন মোবাইল রাখলেই উড়ে যাচ্ছে নেটওয়ার্ক। প্রথমে তার মা ভেবেছিলেন, লকডাউনে মনোরঞ্জনের কারণেই হয়তো শেষ হচ্ছে ডেটা। কিন্তু নতুন করে রিচার্জ করাতে গিয়ে দেখেন তৎক্ষণাৎ উড়ে যাচ্ছে ডেটা। বাবা গৌরব আগরওয়াল জানান চলতি বছরের মে মাস থেকে এই অদ্ভুত কাণ্ড ঘটতে থাকে। প্রথমে গৌরববাবু ছুটে যান সার্ভিস সেন্টারে। কিন্তু কেন ডেটা ফুরিয়ে যাচ্ছে তার কারণ দর্শাতে পারে না সার্ভিস সেন্টার। গৌরববাবুর কথায় কেবল একটি নির্দিষ্ট মোবাইল নয়, যে কোনো মোবাইল অস্তিত্বর হাতে দিলে নিমেষে গায়েব হচ্ছে ডেটা। ফলে তাঁরা বোঝেন ছেলের শরীরের সঙ্গে ইন্টারনেটের যোগাযোগ তৈরির কারণেই এমনটা হচ্ছে হয়তো। স্বাভাবিকভাবেই ভয় আতঙ্ক গ্রাস করেছে পরিবারকে। বাড়িতে মোবাইল ব্যবহার করছেন না তাঁরা।
আশ্চর্যের বিষয় শরীরে অস্তিত্ব কিন্তু কোনও সমস্যা অনুভব করছে না। বেশ কয়েকজন নিউরোসার্জেনকে দেখানো হলেও রোগ ধরতে পারছেন না কেউই।