এন্সেলাডাসের সমুদ্রের নীচে কি প্রাণের চাবিকাঠি?

এন্সেলাডাসের সমুদ্রের নীচে কি প্রাণের চাবিকাঠি?

এন্সেলাডাস – শনির ষষ্ঠ বৃহত্তম উপগ্রহ। এবার সেই উপগ্রহের সাগরের নীচে ফসফরাসের বিপুল ভাণ্ডারের আন্দাজ করছেন বিজ্ঞানীরা। কম্পিউটারে কৃত্রিম মডেল তৈরি করে ওনারা বলছেন হয়তো ফসফরাস-ঘটিত স্থায়ী যৌগ এন্সেলাডাসের সমুদ্রের তলদেশ থেকে নির্গত হয়।
বৃহস্পতি আর শনির অনেকগুলো উপগ্রহের বরফে ঢাকা জমির নিচেই সমুদ্রের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সেটা আজকের কথা নয়। ঐ বড়ো গ্রহগুলোর আকর্ষণে উপগ্রহের সাগরেও জোয়ারভাটা সৃষ্টি হয়। কিন্তু নতুন গবেষণায় ব্যবহার করা হল ভূ-রাসায়নিক মডেল।
চীনের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে জিহুয়া হাও আর অ্যামেরিকার সাউথওয়েস্ট রিসার্চ ইন্সটিটিউটের ক্রিস্টোফার গ্লেন। এই দুই মুখ্য গবেষকের নেতৃত্বে একটা দল প্রথমে তাপগতিবিদ্যার প্রয়োগে দ্রবীভূত ফসফরাসের স্থায়িত্ব নির্ণয় করেছেন। তারপর তাপমাত্রা আর পিএইচ মেপে গবেষকদের ধারণা অপরিমিত ফসফরাসের উৎস হতে পারে শনির উপগ্রহ এন্সেডেলাস।
গবেষণাপত্রটা প্রকাশিত হয়েছে প্রোসিডিংস অফ দ্য ন্যাশানাল অ্যাকাডেমি অফ সায়েন্স বা সংক্ষেপে পিএনএএস পত্রিকায়।