বাসন মাজার নয়া ফিকিরঃ পরিবেশ বান্ধবও বটে

বাসন মাজার নয়া ফিকিরঃ পরিবেশ বান্ধবও বটে

খুব গরম বাস্পের সাহায্যে নাকি বাসন পরিষ্কার করা যায়। ক্ষতি হবে না পরিবেশের, পঁচিশ সেকেন্ডেই কুপোকাত ব্যাক্টেরিয়া। বাজারচলতি বাসন মাজার সাবানে সমস্ত জীবাণু নষ্ট হয় না। আর ঐ সাবানগোলা জলে শেষমেশ দূষণ হয়ই।
ডর্টমুণ্ড আর মিউনিখের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অগাস্ট মাসের তিরিশ তারিখে একটা গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। বাষ্পের ব্যবহার করে বাসনকোসন ধোয়ার নতুন কায়দা বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন।
কেমন এই নয়া যন্ত্র? একটা বাক্সো, চারধারে কঠিন উপাদানে তৈরি ঘের, ওপরে খোলাপরা করার ঢাকনা আর নিচের দিকে সরু মুখের নল। ময়লা বাসন ঐ নলের উপর রেখে যন্ত্র চালু করতে খুব কম সময়ের মধ্যেই বেশ গরম হয়ে ওঠে ব্যবস্থাটা। তারপর টপাটপ ব্যাকটেরিয়া নিকেশ।