ভালো থাকা কারে কয়?

ভালো থাকা কারে কয়?

বড় লোকেরা বেশী সুখে থাকে, একথা আমরা যুগে যুগে শুনে এসেছি। কিন্তু বিত্ত-চিত্ত এবং ভালো থাকার অনুভূতি কি এতটাই সরলরেখায় হাঁটে! বোধহয় না। পৃথিবীর ১৯টি ছোট ছোট জনসমষ্টির ২৯৬৬ জন ব্যক্তির উপর সুখের এবং তৃপ্তির হিসাব করে এরিক গলব্রেফ এবং সহকর্মীরা দেখেছেন যে আর্থিক স্বাচ্ছন্দ যেমন সুখ আনে, ঠিক তেমনি অনেক তুলনামূলকভাবে আর্থিক অনটনে থাকা মানুষেরাও নিজেদের সুখের বৃত্ত বানিয়ে নেন, নিজেদের সুরেই। অর্থের বাইরে সুখের যে জগৎ তার বাস্তবিক বিজ্ঞানসম্মত প্রমাণসমৃদ্ধ এই গবেষণা পত্রটি প্রকাশিত হয়েছে “প্রসিডিংস অফ ন্যাশানাল এ্যাকাডেমী অফ সায়েন্সেস” পত্রিকার ৬ই ফেব্রুয়ারী সংখ্যায়।