মাঙ্কি পক্স- বিরল ভাইরাসের সন্ধান ইওরোপে

মাঙ্কি পক্স- বিরল ভাইরাসের সন্ধান ইওরোপে

আরো এক বিরল ভাইরাসের সন্ধান মিললো মানবদেহে। ব্রিটেনের এক বাসিন্দা আক্রান্ত হয়েছেন ‘মাঙ্কি পক্স’ নামক এক বিরল ভাইরাসে। সরকারি ভাবে ব্রিট্রেনের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে সে কথা। ব্রিটেনের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ঐ ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছেন তা খুঁজে বের করার চেষ্টা চলছে। আপাতত বিশেষ বিভাগে চিকিৎসা চলছে ব্যক্তির। সম্প্রতি নাইজেরিয়ায় গিয়েছিলেন ব্রিটেনের ঐ আক্রান্ত ব্যক্তি। বিশেষজ্ঞরা বলছেন সেখান থেকেই সংক্রমিত হতে পারে।
এই ভাইরাসটি সংক্রামক। নাক- চোখ- মুখের পাশাপাশি আক্রান্তের পোশাক থেকেও সংক্রমিত হতে পারে এই ভাইরাস। মাঙ্কি পক্স- নাম থেকেই বোঝা যাবে এক ধরনের বসন্ত। তবে আমাদের চেনা যে গুটি বসন্ত বা জল বসন্ত তার থেকে আলাদা এই বিশেষ রকমের বসন্ত। এই ভাইরাসটি এতই বিরল যে এতে আক্রান্তদের চিকিৎসা পদ্ধতি এখনও জানা নেই চিকিৎসকদের। মূলত পশ্চীম ও মধ্য আফ্রিকার কিছু দেশে এই ভাইরাসের হদিস মেলে। এই ভাইরাস সবচেয়ে বেশি ছড়ায় ইঁদুরের মাধ্যমে।