রক্তের গ্রুপ বলে দেবে হৃদরোগের আশঙ্কার কথা

রক্তের গ্রুপ বলে দেবে হৃদরোগের আশঙ্কার কথা

সম্প্রতি একটি গবেষণায় জানা গিয়েছে, রক্তের গ্রুপ বলে দেবে হৃদ্‌রোগের ঝুঁকি আছে কি না।
রক্তের গ্রুপ পজিটিভ হবে না কি নেগেটিভ, তা নির্ভর করে লোহিত রক্তকণিকায় প্রোটিনের উপস্থিতি বা অনুপস্থিতি। রক্তকণিকায় প্রোটিনের উপস্থিতি থাকলে রক্তের গ্রুপ হবে পজিটিভ। আর রক্তে প্রোটিন না থাকলে রক্তের গ্রুপ হবে নেগেটিভ।
যাঁদের রক্তের গ্রুপ ‘ও’,তাঁরা হলেন সর্বজনীন দাতা। ‘এবি’ রক্তের গ্রুপের মানুষেরা সর্বগ্রহীতা।
‘আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’-এর এক পত্রিকায় প্রকাশিত সমীক্ষা অনুসারে, ‘এ’ এবং ‘বি’গ্রুপের রক্তের মানুষের হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। ‘ও’ গ্রুপের রক্তের মানুষের উচ্চ রক্তচাপ বা হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা তুলনামূলক ভাবে কম।
‘এ’ এবং ‘বি’গ্রুপের রক্তের মানুষের হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি।
‘এ’ এবং ‘বি’গ্রুপের রক্তের মানুষের হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি।
ছবি: সংগৃহীত

হৃদ্‌রোগের পাশাপাশি ‘এ’ গ্রুপের মানুষদের স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি থাকে।

গবেষণায় আরও উঠে এসেছে ‘ও’ গ্রুপ ছাড়া ‘এ’, ‘বি’ ও ‘এবি’ রক্তের গ্রুপের মানুষদের মধ্যে হৃদ্‌রোগের ঝুঁকি সবচেয়ে বেশি। প্রায় ৪ লক্ষ মানুষের উপর সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, যাঁদের রক্তের গ্রুপ ‘এ’ও ‘বি’, তাঁদের হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় ৮ শতাংশ বেশি। ‘এ’ রক্তের গ্রুপের মানুষদের কোলেস্টেরল থাকলে হার্ট অ্যাটাকের আশঙ্কাও অনেক বেশি থাকে।