ডায়মন্ডহারবারে মিলল কুমীর মাছ

ডায়মন্ডহারবারে মিলল কুমীর মাছ

ডায়মন্ডহারবারের একটি খালে মিলল একটি ৪৫ কেজি ওজনের কুমীর মাছ। মাছটির মুখ হুহু কুমীরের মতো। এ তল্লাটে কখনও এই মাছ দেখা যায়নি। মৎস্য বিজ্ঞানীরা জানাচ্ছেন, ওই মাছটির নাম এলিগেটর গার। ভারতীয় উপমহাদেশে মাছটি মেলে না। ১০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই কুমীর মাছকে ‘জীবন্ত জীবাশ্ম’ মনে করেন প্রাণীবিদরা। কারণ তার যে জীবাশ্ম এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে তার বয়স ১০ কোটি বছর। ষমৎস্যজীবীদের ধারণা, মাছটি কেউ অ্যাকোরিয়ামে রেখেছিলেন। বড় হয়ে যাওয়ায় খালে বা নদীতে ছেড়ে দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে।