তথ্য প্রযুক্তির অর্থনীতি

তথ্য প্রযুক্তির অর্থনীতি

তথ্য প্রযুক্তির অর্থনীতি

সরকারে একটা কথা চলে – আইটি/আইটিইএস সেক্টর। অর্থাৎ কেবল তথ্য প্রযুক্তি নয়, তথ্য প্রযুক্তি সক্ষম পরিষেবাও। ইন্ডিয়া ব্র্যান্ড ইকুইটি ফাউনডেশনের (https://www.ibef.org/) একটা ছোট্ট হিসেব সকলের জানা দরকার। ২০১৯-২০২০-তে বিশ্বের ৫৫% মার্কেট শেয়ার ভারতের হাতে যার মূল্য ২০০ থেকে ২৫০ বিলিয়ন ইউএস ডলার। ভারতকে বলা হচ্ছে লিডিং সোর্সিং ডেস্টিনেশন। তথ্য প্রযুক্তি ও বিপিএম অর্থাৎ বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট ব্যবসায় ভারত ২০২০ আর্থিক বছরে ১৯১ বিলিয়ন ইউএস ডলায় রেভিনিউ কামিয়েছে যার বৃদ্ধি ৭.৭% এবং মনে করা হচ্ছে এই উপার্যনের পরিমানটা ২০২৫-এ গিয়ে দাঁড়াবে ৩৫০ বিলিয়ন ইউএস ডলায়। ডিজিটাল ব্যবসা ২০২৫-এ দাঁড়াবে সমগ্র শিল্পের ৩৮% এবং তার থেকে ভারতের উপার্জন হবে ৬৯,৮৯,০০০ কোটি টাকা। ভারতের জিডিপিতে তথ্য প্রযুক্তি বানিজ্যের অবদান ১৯৯৮-এ ছিল ১.২%। সেখান থেকে ২০১৭-য় এসে দাঁড়িয়েছিল ৭.৭%। ২০২০-র হিসেবে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না! কিন্তু ভারতের উপার্জন কথাটির অর্থ কী? এই কথা তরুণদের বিশেষ করে বোঝা দরকার। ৬৯,৮৯,০০০ কোটি টাকা উপার্জনের শরীক হতে কে না চায় বলুন!