এবার গন্ধ শুঁকতে পারবে রোবটও!

এবার গন্ধ শুঁকতে পারবে রোবটও!

যন্ত্রের ক্ষমতার দৌড় যে মানুষকেও হতভম্ব করে দিতে পারে তা অজানা নয়। এবার রোবটের ‘কাজের’ তালিকায় যোগ হল আরেকটা ক্ষমতা। গন্ধ নিয়ে চিনতে পারার ক্ষমতা। কীর্তিটা তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের।
রোবটের শরীরের সাথে বায়োলজিক্যাল সেন্সর জুড়ে দিয়ে নতুন প্রযুক্তি তৈরি করলেন তেল আভিভের বিজ্ঞানীরা। কাছাকাছি কোনও বিশেষ গন্ধ পেলেই তৎক্ষণাৎ শনাক্ত করতে পারবে রোবটও। বায়োলজিক্যাল সেন্সর থেকে মেশিন লার্নিং – সাধারণ বৈদ্যুতিক যন্ত্রের তুলনায় কয়েক হাজার গুণ বেশি সংবেদী এই রোবট। বিজ্ঞানীদের আশা, অদূর ভবিষ্যতে বিস্ফোরক, ওষুধপত্র কিংবা রোগনির্ণয়ের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করা যাবে এই প্রযুক্তি।
আবিষ্কারের নেপথ্যে ছিলেন তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সাওল স্কুল অফ নিউরোসায়েন্সের তিন গবেষক। নেটা শভিল, ডঃ বেন মাওজ, ইওসি ইয়ভেল এবং আমির আয়ালি। ‘বায়োসেন্সরস অ্যান্ড বায়োইলেক্ট্রনিক্স’ নামক পত্রিকায় প্রকাশিত হল তাঁদের গবেষণাপত্র।