ঘূর্ণাবর্তে রেকর্ড বৃষ্টি

ঘূর্ণাবর্তে রেকর্ড বৃষ্টি

কলকাতায় টানা দু’দিনের বৃষ্টি রেকর্ড করল। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হল। ১৪ বছর পর। ২০০৭-এ শেষবার কলকাতায় হওয়া বৃষ্টির পরিমাণ ১৭৪ মিলিমিটার। রাস্তাঘাট ছেড়ে দেওয়া যাক, হাসপাতাল, বিমানবন্দরের অনেকাংশও ডুবে গিয়েছিল জলে। আলিপুরের আবহাওয়া দফতর জানিয়েছে শুধু আলিপুরেই বৃষ্টির পরিমাণ ২০ সেন্টিমিটার, উত্তর কলকাতায় ২২ সেন্টিমিটার আর সল্ট লেকে বৃষ্টি হয়েছে ২৪ সেন্টিমিটার। আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ, এই রেকর্ড পরিমাণ বৃষ্টির মূল কারণ, বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড়ের সঞ্চালন হয়েছে বলেই কলকাতায় মাত্রারিক্ত বৃষ্টি। ঘূর্ণিঝড়ের এই সঞ্চালন বাংলাদেশ থেকে কলকাতার ওপর যখন পৌঁছছে সেই সময় হাওয়া ছিল না। তাই ঘন মেঘ জমে গিয়ে কলকাতায় হয়েছে প্রবল বৃষ্টিটা। বাংলাদেশের দক্ষিণে সৃষ্টি হওয়া এই ঘূর্ণিঝড়ের আবর্ত আবহাওয়াবিদদের মতে ক্রমশ সরে যাচ্ছে কলকাতার দক্ষিণ-পশ্চিমে। যে কারণে আগামী সপ্তাহে মেদিনীপুর, ঝাড়গ্রামে কলকাতার মত প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

কিন্তু একইসঙ্গে, ওড়িষার উপকূলে বঙ্গোপসাগরের ওপর তৈরি হচ্ছে আরও এক ঘূর্ণাবর্ত। এর আসল উৎস, আবহাওয়াবিদরা জানাচ্ছেন দক্ষিণ চিন সমুদ্র। ওটাই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারখানা বলছেন আবহাওয়াবিদরা! ২৬ সেপ্টেম্বরের পর সেই ঘূর্ণাবর্তের জেরে আবার পশ্চিমবঙ্গ কয়েকদিনের টানা বৃষ্টি দেখতে পারে।