দল বেঁধে ‘পুল পার্টি’ করছে বাঘেরা

দল বেঁধে ‘পুল পার্টি’ করছে বাঘেরা

একটা বাঘ দেখেতে পাওয়াই বিশাল ভাগ্যের ব্যাপার, তাতে আবার একসঙ্গে পাঁচ-পাঁচটা বাঘ। দল বেঁধে তারা পুকুরের জলে স্নান করতে নেমেছে। ওই ছোটখাটো একটা পুল-পার্টি আর কী!
বন দফতর আধিকারিক সুশান্ত নন্দ এদিন টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে ৪টি বাঘ পুকুরে নেমে জলের মধ্যে অর্ধেক ডুবে বসে আছে। আর একটা বাঘ হেঁটেচলে ঘুরেফিরে বসার জায়গা খুঁজছে পুকুরে। তারপর পুকুরের মাঝামাঝি এসে বেশ আয়েস করে বসে পড়ল সে। তার সামনে ছিল একটা পাথর। সামনের পা দুটো আবার তুলে দিল পাথরের উপর। বাঘগুলোকে দেখে মনে হচ্ছিল তারা কিছু খুঁজছে। হঠাৎ দেখা গেল, পিছনে বসে থাকা বাঘটা উঠে পুকুর ছেড়ে এগিয়ে গেল জঙ্গলের দিকে।
এই পোস্ট শেয়ার করে নন্দ লিখেছেন, ‘আমাদের ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পগুলি বেশিরভাগই কোনও জলধারার উৎসস্থলের কাছে। এটাই ভারতের বাঘ সংরক্ষণের জন্য খাবার ও জলের নিরাপত্তার চাবিকাঠি। এখানে আমাদের বিরাট বাঘ পরিবার বর্ষা উপভোগ করছে’।
এই ভিডিও আপলোড হওয়ার পর ইতিমধ্যেই দেখে ফেলেছিলেন অজস্র মানুষ। কমেন্ট সেকশন ভরে যাচ্ছে মজার মজার কমেন্টে।
একজন লিখেছেন, ‘পুরুষ বাঘদের এমন একা একা বসে থাকতে কমই দেখতে পাওয়া যায়’।
আর একজন বলেছেন, ‘তারা সুরা ছাড়াই পুল পার্টি করছে, শুধুমাত্র নিরামিষ’।