ধেয়ে আসছে গ্রহাণু

ধেয়ে আসছে গ্রহাণু

ক’টা দিন বেশ ভয়ে ভয়ে কাটছে মহাকাশ গবেষকদের। কারণ ৫দিনের মধ্যে, কমপক্ষে ৫টি গ্রহাণু অত্যন্ত কাছ দিয়ে পৃথিবীকে অতিক্রম করছে। এই গ্রহাণুগুলির মধ্যে অন্তত তিনটি বিশালাকার, যা মহাকাশ গবেষকদের মতে ‘উদ্বেগজনক’। কারণ তাদের হিসেবে একটু ভুলচুক হলেই সেগুলি ধেয়ে আসতে পারে সোজা পৃথিবীর দিকে। আর ঘটতে পারে বড় সড় বিপর্যয়! সবথেকে বেশি ভয় রয়েছে, ‘২০২২ ওটি১’ (2022 OT1) নামে গ্রহাণুটিকে নিয়ে। ১১০ ফুট চওড়া এই গ্রহাণুটি, ধেয়ে আসা পাঁচটির মধ্যে আকারে সবখেকে বড়। রবিবার ভোরে পৃথিবীর ৪৭ লক্ষ কিলোমিটারের মধ্যে চলে আসবে ‘২০২২ ওটি১’!