অগ্নিদেবের শয্যা’

অগ্নিদেবের শয্যা’

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ সেপ্টেম্বর, ২০২১

‘চাঁদের পাহাড়’ উপন্যাসে শঙ্কর আফ্রিকার গহন অরণ্যে রাতের আঁধারে জেগে ওঠা আগ্নেয়গিরি দেখে অপার বিষ্ময়ে প্রণত হয়েছিল। বলেছিল, প্রকৃতির এ রূপের কাছে শত হীরের খনি তুচ্ছ। বন্ধু আলভারেজ ম্যাপ দেখে বলেছিল যে জুলু ভাষার ম্যাপে সে স্থানের নাম ‘ওলডোনিও লেঙ্গাই’ বা অগ্নিদেবের শয্যা। কিন্তু প্রতিটি সুপ্ত আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের আগে পর্যন্ত কি অগ্নিদেবের শয্যা নয়?
যেমন এবার স্পেনের লা পালামা দ্বীপের আগ্নেয়গিরি জেগে উঠেছে ৫০ বছর পর। গত রবিবার(১৯/৯/২০২১) রিখটার স্কেলে ৪.২ মাত্রার ভূমিকম্পের পরেই শুরু হয় অগ্নুৎপাত। জানা গেছে মোট ৫ টি জায়গা থেকে অগ্ন্যুৎপাত হচ্ছে। এর মধ্যে দুটি মুখ থেকে বের হচ্ছে ম্যাগমা। এর আগে শেষবার অগ্ন্যুৎপাত হয়েছিল ১৯৭১ সালে। সেবার তিন সপ্তাহ ধরে চলেছিল অগ্ন্যুৎপাত। কিন্তু স্পেনের ন্যাশানাল জিওলজি ইনস্টিটিউটের ভূকম্পবিদ্যা বিভাগের প্রধান ইটাহিজা ডোমিনগেজ জানান সঠিকভাবে বলা যাচ্ছে না এবার কতদিন অগ্ন্যুৎপাত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =