অণুর নাচ ও প্যারালিসিস সেরে যাওয়া!

অণুর নাচ ও প্যারালিসিস সেরে যাওয়া!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ নভেম্বর, ২০২১

একটা ইঁদুরের প্যারালিসিস হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাকে পরীক্ষামূলকভাবে একটা ইঞ্জেকশন দিলেন। ঠিক চার সপ্তাহ পর সেই ইঁদুরকে দেখা গেল হাঁটতে! শুধু প্যরালিসিস নয়, গবেষকরা স্পাইনাল কর্ডের একাধিক চোট সারিয়ে দেওয়ার দাবি করছেন তাদের গবেষণায়, যা সম্প্রতি প্রকাশিত হয়েছে জার্নাল সায়েন্সে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম এক গবেষক স্যামুইয়েল স্টুপ জানিয়েছেন, এটা তাদের বহুবছরের চ্যালেঞ্জ ছিল। কারণ মানুষের শরীরে মস্তিস্ক আর মেরুদন্ড, এই দু’টো উপদান চোটগ্রস্ত হওয়ার পর তাদের নিজেদের সারানোর মত ক্ষমতা থাকে না। তাই এমন এক থেরাপির আবিষ্কার করার প্রয়োজন ছিল যা সরাসরি মস্তিস্ক আর মেরুদন্ড চোটগ্রস্ত হলে তাকে সারানো যায়। এই থেরাপিতে যা যা করতে পেরেছেন বিজ্ঞানীরা সেগুলো হল, নিউরন বা অ্যাক্সনকে আলাদা করে তার বৃদ্ধি, ক্ষত হওয়া কোষকে কমিয়ে ফেলা, মাইলিনের সহায়তায় ইলেক্ট্রিকাল সংকেত পাঠানো, চোট পাওয়া কোষগুলোতে কার্যকরী রক্তকোষ তৈরি করা এবং বেশি পরিমাণে মোটর নিউট্রন তৈরি করা। এই থেরাপির সঙ্গে, শরীরে যে কোষগুলো অবিরাম চলতে থাকে সেখানে বিশেষ রসায়নিক পদার্থে তৈরি করা ইঞ্জেকশন দিয়ে সচল করে ফেলা যাতে মেরুদন্ডের ঠিক চারপাশে থাকা কোষীয় ম্যাট্রিক্সগুলোকে সক্রিয় করে ফেলা যায়।
ন্যাশনাল স্পাইনাল কর্ড ইনজুরির পরিসংখ্যান কেন্দ্রের হিসেব জানাচ্ছে, এই মুহুর্তে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে ৩ লক্ষ মানুষ মেরুদণ্ডের চোটে বিপর্যস্ত। তার পরিপরেক্ষিতে এই আবিষ্কার যে যুগান্তকারী সেই নিয়ে সন্দেহ নেই!