অস্ট্রেলিয়ার বোয়াব গাছের খোদাই কার্য একটা প্রজন্মের হারিয়ে যাওয়া ইতিহাস প্রকাশ করে

অস্ট্রেলিয়ার বোয়াব গাছের খোদাই কার্য একটা প্রজন্মের হারিয়ে যাওয়া ইতিহাস প্রকাশ করে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ জানুয়ারী, ২০২৩

উত্তর-পশ্চিম অস্ট্রেলিয়ার কিম্বারলি অঞ্চলের একটি আদিবাসী গোষ্ঠী হল জারু। ব্রেন্ডা গারস্টোন এই জারু গোষ্টীর একজন। অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিম অংশে, তানামি মরুভূমিতে গারস্টোনের সাংস্কৃতিক উত্তরাধিকারের কিছু অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গারস্টোন তার ঐতিহ্যের সন্ধানেই রয়েছেন। সেখানে কয়েক ডজন প্রাচীন বোয়াব গাছে আদিম নকশা খোদাই করা আছে। গাছের উপর এই খোদাইগুলোকে ডেনড্রোগ্লিফ বলে। এই ডেনড্রোগ্লিফ শতাধিক, এমনকি হাজার হাজার বছর পুরানোও হতে পারে।পশ্চিমী গবেষকরা অবশ্য এইদিকে খুব একটা মনোযোগ দেননি।
কিন্তু ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে। ২০২১ সালে, শীতকালে, গারস্টোন কিছু প্রত্নতাত্ত্বিকদের সাথে যুক্ত হয়ে এই খোদাই কার্য উদ্ধার করা ও তা নথিভুক্ত করার চেষ্টা শুরু করেন।এই অভিযান গারস্টোনের কাছে তার পরিচয়ের ভিন্ন ভিন্ন অংশগুলোকে একত্রিত করার একটা প্রচেষ্টা ছিল। সত্তর বছর আগে অস্ট্রেলিয়ার সরকার আনুমানিক ১০০,০০০ আদিবাসী শিশুদের বাড়ি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে একটা খ্রিস্টান মিশনে থাকতে পাঠিয়েছিল। তাদের মধ্যে গারস্টোনের মা, মাসি ও মামারাও ছিলেন।ফলে তাদের পরিবারের সংস্কৃতি তাদের ঐতিহ্য, তাদের গল্প, মাতৃভুমির সাথে তাদের যোগসূত্র সবই হারিয়ে গেছে। গারস্টোনের পরিবারকে তার জন্মগত অধিকার পুনরুদ্ধার করতে এখনও বহু প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এ বিষয়ে তিনি সাহায্য নিচ্ছেন, বোয়াব গাছের ডেনড্রোগ্লিফের।