অ্যামাজনের গাছে বিষাক্ত পারদে শঙ্কিত বিজ্ঞানীরা

অ্যামাজনের গাছে বিষাক্ত পারদে শঙ্কিত বিজ্ঞানীরা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ ফেব্রুয়ারী, ২০২২

অ্যামাজনের প্রাচীন জঙ্গলে বিরাট বিরাট গাছ। তাদের শরীরে বহু অজানা পাখির বাস। গত কয়েকবছর ধরে দেখা যাচ্ছিল সেই পাখিদের একটা বড় অংশ অসুস্থ হয়ে পড়ছে। তাদের গা থেকে পালক ঝরে যাচ্ছে, গায়ের রঙ বিবর্ণ হয়ে যাচ্ছে। কারণ খুঁজতে গিয়ে পরিবেশ বিজ্ঞানীরা জেনেছেন ওই অসুস্থ পাখিদের শরীরে ছড়িয়ে পড়ছে বিষাক্ত পারদ আর সেই প্রাচীন গাছগুলিই তার উৎস। অনেকবছর ধরে বিজ্ঞানীরা জলজ বাস্তুতন্ত্রে দূষণ নিয়ে নানা ধরণের গবেষণা চালিয়েছেন। কিন্তু অরণ্যে পারদ দূষণের প্রভাবের কথা এই প্রথম জানা গিয়েছে। ক্যালিফোর্ণিয়ার বার্কলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের এই সংক্রান্ত গবেষণাপত্র প্রকাশিত হয়েছে নেচার কমিউনিকেশনস পত্রিকায়। বিজ্ঞানীরা জানিয়েছেন, শুধু গাছেদের শরীরে নয়, প্রাণী, এমনকি মানুষের শরীরেও ছড়িয়ে পড়ছে পারদ দূষণ। অ্যামাজনের পেরু অঞ্চলে গত তিন বছর ধরে গবেষণা চালানো হয়েছে। তথ্য সংগ্রহ করা হয়েছে। বিজ্ঞানীরা দেখেছেন অরণ্যের প্রাচীন এবং বিশাল গাছগুলোর শরীরে যে রস রয়েছে সেখানেও জল পড়ে পড়ে তৈরি হচ্ছে বিষাক্ত পারদ মিকাইলমার্কারি। যা ক্রমশ ঢুকে যাচ্ছে গাছগুলোয় থাকা পাখিদের মধ্যে।