আইআইসিটি তৈরি করল গ্রিনহাউস গ্যাস শোষণের যন্ত্র

আইআইসিটি তৈরি করল গ্রিনহাউস গ্যাস শোষণের যন্ত্র

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ এপ্রিল, ২০২২

হায়দ্রাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজির (আইআইসিটি) গবেষকরা তৈরি করেছেন একটি যন্ত্র। যার সহায়তায় বাতাসের গ্রিনহাউস গ্যাস, মূলত মিথেন শোষণ করে তাকে পরিষ্কার হাইড্রোজেনে রূপান্তরিত করা যাবে। একইসঙ্গে সেই যন্ত্র বাতাসে মিশে থাকা কার্বন ডাই-অক্সাইডকেও শোষণ করে নন-ফুয়েল গ্রেড বায়োইথানলে রূপান্তরিত করা যাবে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যন্ত্রটি খুবই কার্যকরী হবে এবং দেশে প্রথমবার এরকম মেশিন তৈরি হল। এবং শুধু ভারত নয়, পৃথিবীর অন্যান্য দেশ যেখানে গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাত্রা বেশি সেখানেও এই যন্ত্র ব্যবহার করা যেতে পারে। পরিসংখ্যান জানিয়েছে ২০২১-এ পৃথিবীতে প্রায় ৬৪০ মিলিয়ন টন মিথেন ও ৩৬ বিলিয়ন টন কার্বন নির্গমন হয়েছে। বিজ্ঞানীদের দাবী ২০৩০-এর মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে না পারলে পৃথিবীর গড় তাপমাত্রা দেড় ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে।