আইপিসিসি-র পরামর্শ শুনছে না চিন

আইপিসিসি-র পরামর্শ শুনছে না চিন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ এপ্রিল, ২০২২

ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) জানিয়েছে এই দশকের শেষে বিশ্বের সামগ্রিক গ্রিনহাউস গ্যাস নির্গমন ৪৩ শতাংশ না কমানো গেলে বিশ্বের তাপমাত্রা গড়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের কম রাখা যাবে না। একইসঙ্গে আইপিসিসি এ-ও জানিয়েছে ২০২৫-এ বিশ্বের সামগ্রিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা তুঙ্গে উঠবে। সংস্থার পরামর্শ ২০৫০-এর মধ্যে দেশগুলোর মিলিত গ্রিনহাউস গ্যাস নিঃসরণের পরিমাণ ৬৫ থেকে ৯৫ শতাংশ কমাতেই হবে প্রাকৃতিক গ্যাস ও তেলের ব্যবহার প্রায় শূন্যের কাছাকাছি নিয়ে। কিন্তু আইপিসিসি একইসঙ্গে জানিয়েছে, এই অবস্থায় চিনের ভূমিকা হতাশজনক। তাদের দিক থেকে প্রাকৃতিক গ্যাস আর তেলের ব্যবহার কমানোর চেষ্টাও প্রায় নেই বললেই চলে! চিন পৃথিবীর সর্বোচ্চ গ্রিনহাউস গ্যাস নির্গমনকারীদের মধ্যে তৃতীয় স্থানে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতিবিদ ফ্র্যাঙ্ক জোজো জানিয়েছেন, চিনের সুযোগ রয়েছে। কিন্তু দূষণ কমানোর জন্য ওদের বড় প্রকল্পের উদ্যোগ নেওয়া উচিত ছিল। সেগুলো না করে ওরা যা যা করছে তাতে কিছুতেই সম্ভব নয় বড় পরিমাণে দূষণ কমানো। এখন চিন বলছে ২০৬০-এর মধ্যে দেশের বাতাসে আর কার্বন-ডাই-অক্সাইড থাকবে না! কতটা সত্যি সেটা সময় ছাড়া কে বলবে!