আইসল্যান্ডে তিমি-শিকার বন্ধ হতে চলেছে

আইসল্যান্ডে তিমি-শিকার বন্ধ হতে চলেছে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ ফেব্রুয়ারী, ২০২২

আগামী দু’বছরের মধ্যে আইসল্যান্ডে বাণিজ্যিকভাবে তিমি মাছের শিকার বন্ধ হতে চলেছে। সরকারের পক্ষ থেকেই জানানো হয়েছে এই খবর। উত্তর আটলান্টিকের ওপর এই দেশে এত বছর ধরে বাণিজ্যিক কারণে তিমি মাছের শিকার সরকারিভাবেই স্বীকৃত ছিল। তিমির মাংস প্রবলভাবে জনপ্রিয় ছিল আইসল্যান্ড আর জাপানে। কিন্তু তিন বছর বন্ধ থাকার পর ২০১৯-এ আবার বাজার খোলার পর দেখা গিয়েছে তিমি মাছের মাংসের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। অবশ্য তিন বছর ধরে তিমি শিকার বন্ধের পেছনে রয়েছে প্রাণী ও উদ্ভিদবিজ্ঞানীদের অবিরাম আন্দোলন। লেফট-গ্রিন মুভমেন্টের সদস্যারা নিয়মিত সরকারকে চিঠি লিখে গিয়েছেন, ধর্ণায় বসেছেন। জানিয়েছেন বর্তমানে আইসল্যান্ডের সমুদ্রে রয়েছে মাত্র ২০৯টি ফিন তিমি আর ২১৭টি মিঙ্ক তিমি মাছ। তিমিদের মধ্যে ক্ষুদ্রতম প্রজাতি মিঙ্ক। তাদের সঙ্গে ফিন প্রজাতির তিমিকেও বিপন্ন প্রাণীর তালিকায় অনেকদিন আগেই রাখা হয়েছে। শেষপর্যন্ত, আন্দোলনকারীদের চাপেই পিছু হটে আইসল্যান্ডের সরকারের এই সিদ্ধান্ত। গত তিন বছরে মাত্র একটি তিমি মারা হয়েছে।