আকাশগঙ্গা ছায়াপথে রহস্যময় বস্তুর ইঙ্গিত

আকাশগঙ্গা ছায়াপথে রহস্যময় বস্তুর ইঙ্গিত

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ জানুয়ারী, ২০২২

আমাদের গ্যালাক্সি অর্থাৎ মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথে হদিশ মিলেছে এক অজানা বস্তুর। মাস কয়েক আগেই আকাশগঙ্গা ছায়াপথের এক প্রান্ত থেকে রেডিও তরঙ্গ আসছিল বলে জানা যায়। অনুমান করা হচ্ছে এবারের অজানা বস্তুই ঐ রেডিও তরঙ্গের উৎস। পশ্চিম অস্ট্রেলিয়ার ‘মার্চিসন ওয়াইল্ড লাইফ অ্যারে’ রেডিও টেলিস্কোপে মহাকাশ গবেষক নাতাশা হার্লি ঐ অজানা বস্তুটির অস্তিত্ব চিহ্নিত করেন। হার্লি জানান প্রতি ১৮.১৮ মিনিট অন্তর অজানা বস্তুটির স্পন্দন ধরা পড়ছিল যন্ত্রে। পরবর্তী পর্যায়ের পর্যবেক্ষণের পর হার্লি জানিয়েছেন বস্তুটি পৃথিবী থেকে প্রায় ৪০০০ আলোকবর্ষ দূরে রয়েছে৷ উল্লেখ্য বস্তুটি অতীব উজ্জ্বল। প্রথমিক ভাবে মহাকাশবিজ্ঞানীদের অনুমান বস্তুটিতে অত্যন্ত শক্তিশালী চৌম্বক ক্ষেত্র রয়েছে। তবে অনেকেই মনে করছেন, সম্পূর্ণ জানাবোঝা এখনো বাকি রয়ে গেছে বস্তুটি সম্পর্কে। হার্লি বলেছেন, মিনিট কুড়ি বাদে বাদে অত্যন্ত শক্তিশালী রেডিও তরঙ্গ সৃষ্টির জন্যে প্রবল শক্তির প্রয়োজন। হার্লির অনুমান আবিষ্কৃত অজানা বস্তুটি কোনো নিঃশেষ হয়ে যাওয়া নক্ষত্র বা ‘শ্বেত বামন’ হবার সম্ভবনা উড়িয়ে দেওয়া যায় না।