আকাশে ওড়ার গাড়ি সেজেগুজে তৈরি

আকাশে ওড়ার গাড়ি সেজেগুজে তৈরি

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২২ আগষ্ট, ২০২২

কোটি-কোটি টাকা খরচ করে স্বপ্নের চারচাকা কিনেছেন আপনি। তবে বাস্তবের মাটিতে সেই গাড়ির চাকা যখন গড়াতে শুরু করে, তখন সিগন্যাল ও  ট্র্যাফিক জ্যামের মতো বাম্পারে গাড়ির চাকা ঠিক আটকেই যায়। তবে ভবিষ্যতে এমন দিন আর দেখতে হবে না। গাড়িই এবার উড়বে। প্রায় ১৪ বছরের লড়াইয়ের ফল পেয়েছে ‘স্যামসন সুইচব্লেড’- তিনচাকার এই স্থলযানের বোতাম টেপার সঙ্গে সঙ্গেই পরিণত হবে উড়োযানে। আকাশ পথে ঘণ্টায় ২০০ মাইল বেগে  ছুটতে পারবে এই যান। পরীক্ষামূলক ভাবে উড়ুক্কু গাড়ি চালানোর কথা ভাবছে নির্মাণকারী সংস্থা। ‘সুইচব্লেড’, নামটি এসেছে তার ছুরির মতো ডানার জন্য। দু-সিটার গাড়ি পুশ বাটন টেপার তিন মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় ওড়ার জন্য।