আদি থেকে অদ্য। মাটির তলায় চাপা ইতিহাস হাতড়ে বেড়ান প্রত্নতাত্ত্বিকরা। উঠে আসে সভ্যতার ধারা বিবরণী। আদি মানব গোষ্ঠী- নিয়ান্ডারথাল এবং হোমো সেপিয়েন্স। এবার হদিশ মিলল ডেনিসোভানদের। আদিম মানুষের এক বিলুপ্ত প্রজাতি। আজ থেকে দু লাখ বছর। তার থেকে শুরু করে চল্লিশ হাজার বছর আগে অবধিও এরা বাস করত। প্রামান্য, এরা নিয়ান্ডারথাল এবং হোমো সেপিয়েন্সদের সমসাময়িক।
চীনের লানঝো ইউনিভার্সিটি, ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়, দ্য ইনস্টিটিউট অফ টিবেটিয়ান প্ল্যাটো রিসার্চ, সিএএস, চীন, ইউনিভার্সিটি অব রিডিং-এর গবেষকদের দল বাইশিয়া কার্স্ট গুহা (তিব্বত মালভূমি) থেকে আড়াই হাজারেরও বেশি হাড় নিয়ে গবেষণা করেছেন। সুতরাং তিব্বত মালভূমি যে তাদের বাসস্থান ছিল, বোঝাই যাচ্ছে । এই গোষ্ঠী সম্পর্কে খুব কমই জানা। নেচার পত্রিকায় প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, ডেনিসোভান গোষ্ঠীর চরম জলবায়ুতেও বেঁচে থাকার ক্ষমতা ছিল। এরা নিয়ান্ডারথাল এবং হোমো সেপিয়েন্স উভয়ের সাথেই আন্তঃপ্রজনন করেছিল। এক ডেনিসোভানের পাঁজরার হাড় শিলার স্তর থেকে উদ্ধার করা গেছে। যা বিশ্লেষণ করে গবেষকদের মনে হয়েছে, এরা আধুনিক মানুষের উদ্ভবকালে (৪৮০০০ থেকে ৩২০০০ বছর আগে) দুটো বরফ যুগ আর তার মাঝের সময় কাল জুড়ে বেঁচে ছিল। অর্থাৎ, ডেনিসোভানরা ১লাখ ৬০হাজার বছর ব্যাপী বেঁচে ছিল। ভারাল নামে ব্লু শিপ, স্পটেড হায়না, উলি রাইনো, বন্য চমরীগাই, ইকুইডস, গুহায় পাওয়া এসব পশুর হাড়ের কোলাজেন বিশ্লেষণ করে এই গোষ্টীর খাওয়ার ধরন শনাক্ত করা গেছে। ডেনিসোভানরা এইসব পশুর হাড় ব্যবহার করে পশুর মাংস বোন ম্যারো ছাড়িয়ে খেত। তবে এদের বিলুপ্তির কারণ এখনও অজানা।