আদিম মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়েছিল ৪৫০০০০ বছর আগে

আদিম মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়েছিল ৪৫০০০০ বছর আগে

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ২১ ডিসেম্বর, ২০২২

মিলিয়ন বছরের অর্ধেকের কাছাকাছি পুরাতন কথা। প্রাচীন মানুষ ঐ সময়েই সমুদ্র পেরনোর উপায় আবিষ্কার করে ফেলেছিল। অর্থাৎ, নৌকার প্রথম দিককার অভিযানগুলো সেই সময়েই শুরু হচ্ছে।
সমুদ্রের উপকূল বরাবর নতুন বিশ্লেষণে এমন সিদ্ধান্তেই পৌঁছেছেন গবেষকরা। মধ্য-চিবানিয়ান যুগে অন্য কোনও উপায়েই আর আফ্রিকা থেকে থেকে অ্যাগিয়ান দ্বীপে পৌঁছানো যাবে না। প্রত্নতত্ত্ব বিশারদরা প্রাচীন জিনিসপত্র খুঁজে পেয়েছেন। হোমো সেপিয়েন্সের একেবারে প্রথম দিককার নমুনা এইগুলো, তেমনই বলছেন গবেষকরা।
গ্রিসের পাত্রাস বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক জর্জ ফেরেন্তিনোসের নেতৃত্বে গবেষণা চলেছে। পাথরের অস্ত্র মোটেই ক্ষয়ে যায় না, বা নষ্ট হয় না। অনেক লক্ষ বছর ধরে পৃথিবী কীভাবে পরিবর্তন হচ্ছে সেটা বুঝতে গেলে অস্ত্র আর যন্ত্রের নমুনা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অ্যাগিয়ান দ্বীপে বর্তমান সময়ে, পৃথিবীর মনোরমতম স্থানগুলোর মধ্যে একটা। ছোট ছোট কয়েকশো দ্বীপ নিয়ে ঐ গোটা দ্বীপপুঞ্জ। অ্যাগিয়ান ছড়িয়ে আছে তুরস্ক, গ্রিস, ক্রিটে। নমুনাগুলোর বয়েস নির্ণয় করে দেখা গেছে সেগুলো ৪৭৬০০০ বছর আগে।
কোয়াটারনারি ইন্টারন্যাশানাল পত্রিকায় প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্রটা।