বিশ্ব জুড়ে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মনুষ্য সমাজে যে পড়ছে, তা নিয়ে সন্দেহ নেই একটুও। কিন্তু এর গুরুতর প্রভাব পড়ছে যুব এবং শিশুদের মধ্যে! ১০টি দেশের মধ্যে ১০ হাজার মানুষকে নিয়ে একটি সার্ভে করা হয়েছিল। এদের প্রত্যেকের বয়স ১৬ থেকে ২৫-এর মধ্যে। সার্ভে থেকে দেখা গিয়েছে, প্রতিনিয়ত আবহাওয়ার পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশু, কিশোর আর যুবকদের মধ্যে। সার্ভে করা ছেলেমেয়েদের মধ্যে ৬০ শতাংশ জানিয়েছে তাদের উদ্বেগ বাড়ছে। তারা হতাশ হয়ে পড়ছে এবং তাদের প্রচন্ড রাগ হচ্ছে রাষ্ট্র বা সরকারের ওপর। ৪৫ শতাংশ মানুষ জানিয়েছে, আবহাওয়ার পরিবর্তনে তাদের দৈনন্দিন কাজের ক্ষতি হয়ে যাচ্ছে। এছাড়াও, সার্ভে করা প্রচুর মানুষ জানিয়েছেন জলবায়ু পরিবর্তনে তাঁদের মধ্যে একধরণের ডিপ্রেশন দেখা দিছে। সার্ভে এবং গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছে ইংল্যান্ডের বাথ বিশ্ববিদ্যালয় আর ব্রিটিশ কাউন্সিল।
ব্রিটিশ কাউন্সিলের গবেষণা থেকে আরও একটি তথ্য জানা গিয়েছে, যেখানে ইংল্যান্ডের যুবসমাজ জানিয়েছে আবহাওয়ার দূষণ বন্ধ করতে এত বছর ধরে দেশের সরকার আর পৃথিবীর অন্যান্য দেশের সরকাররা কাজের থেকে কথা বেশি বলেছে! যুবসমাজের ক্ষোভ ধরা পড়েছে এই গবেষণায়। তাদের দাবি, তাদেরকে দূষণ প্রতিরোধের আন্দোলনে সামিল করা হোক। ব্রিটিশ কাউন্সিলের গবেষণার করা সার্ভেতে যুবকরা স্পষ্টভাবে বলেছে, তথাকথিত রাজনৈতিক নেতাদের চেয়ে তারা প্রকৃতিকে অনেক বেশি দক্ষতায় দূষণের হাত থেকে বাঁচাতে পারবে!