আবার মহাকাশ পর্যটন ফেরাচ্ছে ব্লু অরিজিন

আবার মহাকাশ পর্যটন ফেরাচ্ছে ব্লু অরিজিন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ এপ্রিল, ২০২২

আবার ফিরে এল মহাকাশ পর্যটন। বৃহস্পতিবার মার্কিন বেসরকারি সংস্থা ব্লু অরিজিন ২০২২-এ তাদের প্রথম মহাকাশ সফরে পাঠাল ৬ জন পর্যটককে। যে মহাকাশযানে চেপে পর্যটকরা কারামান লাইন ছুঁলেন (কারামান লাইনকে বলা হয় মহাকাশের সীমানা) সেই নিউ শেফার্ড মহাকাশযানের একটি টিকিটের দাম পড়ল কয়েক মিলিয়ন ডলার। ২০২১-এ ব্লু অরিজিনের মালিক জেফ বেজোস আর তার ভাই নিজের ঘুরে আসার পর ১৪জন পর্যটককে তিনটি রকেটে মহাকাশ সফরে পাঠিয়েছিলেন। এবার তাদের পরিকল্পনা মহাকাশে ৯টা সফর করা। ৬ জন পর্যটকের মধ্যে রয়েছেন নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিম কিচেন। ১৯৩টা দেশে ঘুরেছেন। মহাকাশ সফরে যাওয়ার সময় সঙ্গে নিয়েছেন ১০টি পাসপোর্ট। যার মধ্যে রয়েছে ইউক্রেনের পাসপোর্ট। ইউক্রেনের পতাকাটাও সঙ্গে নিয়েছেন।