আবিষ্কৃত বিশ্বের সবচেয়ে বড় শাপলা

আবিষ্কৃত বিশ্বের সবচেয়ে বড় শাপলা

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২৩ জুলাই, ২০২২

বিশ্বের সবচেয়ে বড় প্রজাতির শাপলা আবিষ্কার করলেন লন্ডনের কিউয়ের রয়্যাল বোটানিক গার্ডেনের বিজ্ঞানীরা। ১৭৭ বছর ধরে যে প্রজাতির শাপলা চোখের আড়ালে ছিল! একটি পাতা প্রস্থে ১০ ফুট! পাতটির ওপর অনায়াসে একটি পূর্ণবয়ষ্ক মানুষ বসে বা দাঁড়িয়ে থাকতে পারে! আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা জার্নাল ফ্রন্টিয়ার্সের প্লান্ট সায়েন্স বিভাগে প্রকাশিত এই সংক্রান্ত গবেষণা থেকে জানা গিয়েছে, সেই ১৮৫২-য় বলিভিয়ায় প্রথম দৈত্যাকৃতি শাপলা প্রজাতির আবিষ্কারের পর থেকে এতবছর ধরে বিজ্ঞানীরা দৈত্যাকৃতি শাপলা বলতে দু’রকমের প্রজাতির কথাই জানতেন। ভিক্টোরিয়া আমাজনিকা এবং ভিক্টোরিয়া ক্রুজিয়ানা। কিন্তু তাদের থেকেও বড় এই শাপলার প্রজাতির নাম বিজ্ঞানীরা দিয়েছেন ভিক্টোরিয়া বলিভিয়ানা।
এই বৃহতম শাপলা প্রজাতির আবিষ্কারকদের মধ্যে অন্যতম নাম কার্লোস ম্যাগডালেনা। উদ্যানতত্ববিদ কিন্তু শাপলা নিয়ে বিশেষজ্ঞ। তিনি জানিয়েছেন, অনেক আগে থেকেই তার বিশ্বাস ছিল দৈত্যাকৃতি শাপলা প্রজাতি দু’রকম নয়, তিন রকমের। কিন্তু তিনি খুঁজে পাচ্ছিলেন না। ২০১৬-তে বলিভিয়ার এক বোটানিক গার্ডেনের বিজ্ঞানীরা কার্লোসকে এই বৃহত্তম প্রজাতির শাপলার বীজ পাঠানোর পরই কারলোস নিশ্চিত হয়ে যান তার বিশ্বাস সম্পর্কে। সেই বীজ কিউয়ের বোটানিক গার্ডেনে বপন করে তাকে অন্য দুটো ভিক্টোরিয়া প্রজাতির শাপলার পাশে বাড়তে দেওয়ার পরই কার্লোস এবং বাকিদের চোখের সামনে পরিষ্কার হয়ে যায় বিশ্বের বৃহতম প্রজাতির শাপলার ছবি।