আল্পসের ‘শান্ত’ হিমবাহও গলে যাচ্ছে!

আল্পসের ‘শান্ত’ হিমবাহও গলে যাচ্ছে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১২ জুলাই, ২০২২

শুধু মাউন্ট এভারেস্ট নয়। ইউরোপের কুলীনতম পর্বতমালা আল্পসের হিমবাহেরও গলন হচ্ছে। প্রবল উষ্ণতার ফলে। এবং এমন এমন হিমবাহের গলন হচ্ছে যারা এতবছর ছিল ভীষণ ‘শান্ত’। পরিবেশবিজ্ঞানীদের ভাবনার বাইরে ছিল যে এই হিমবাহগুলিও একদিন এভাবে ধ্বংস হবে! যেমন ইতালির মার্মোলাডা। এবছরের গোড়া থেকেই ইতালিতে চলছে ‘হিটওয়েভ’। ভারত, পাকিস্তানে যেমন চলে! যার প্রতিফলনে, দেশের উর্বরতম পো উপত্যকা এবছর খরায় আক্রান্ত! গরমের চেহারা দেশের মানুষ আরও পরিষ্কারভাবে বুঝতে পারল রবিবার আল্পসের মার্মোলোডা হিমবাহের ধ্বস নামায়। ৩৩০০ মিটার ওপর থেকে হিমবাহের সেই ধ্বস নেমে ৬ জন মানুষকে মেরেও ফেলল! পরিবেশবিজ্ঞানী এবং হিমবাহ বিশারদ জিওভানি বাকোলো বিস্মিত মার্মালোডা হিমবাহের ধ্বস দেখে। বলেছেন, “এত শান্ত ছিল এই হিমবাহ! এর ওপরে স্তুপীকৃত বরফ জীবাশ্মের মত হয়ে গিয়েছে। এর ভেঙে পড়া আমাদের কাছে বড় রকমের সতর্কবাণী। এবছর আল্পসের আরও অনেক হিমবাহের ধ্বস আমাদের দেখতে হবে!”