বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ অক্টোবর, ২০২১
ইন্টারনেট ও টেলিফোনের তার কেটেছিল ইঁদুর। এরপর আমেরিকার নর্থ ডেভনের কিছু অঞ্চল ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সংবাদ সংস্থা বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, বিডিফোর্ড, ক্লোভেলি, হার্টল্যান্ড ও হর্নস ক্রস অঞ্চলের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ওপেনরিচের প্রায় ১ হাজার ৮০০ গ্রাহক এতে ক্ষতির মুখে পড়েন।
মোবাইল নেটওয়ার্কের সিগন্যাল দুর্বল হওয়ায় ওই অঞ্চলের গ্রাহকেরা আরও সমস্যায় পড়েন। ওপেনরিচের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা বুঝতে পারছি সমস্যায় যাঁরা পড়েছেন, তাঁদের জন্য কতটা হতাশাজনক। ধৈর্য ধারণের জন্য আমরা ধন্যবাদ দিতে চাই।’