ভারতের মহাকাশ গবেষণা সংস্থা হয়েছেন দেশের অন্যতম প্রধান রকেট বিজ্ঞানী এস. সোমনাথ। ইসরোর চন্দ্রযান-২ অভিযানের রকেট উৎক্ষেপণ প্রকল্পের নেতৃত্ব দেওয়া সোমনাথকে কেন্দ্রীয় সরকারের তরফে কেন্দ্রীয় মহাকাশ বিজ্ঞানমন্ত্রকের সচিব ও দেশের মহাকাশ কমিশনের চেয়ারম্যানের পদে তিন বছরের জন্য নিয়োগ করা হয়েছে। ইসরোর আগের চেয়ারম্যান ছিলেন কে. শিবন। ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট জিএসএলভি মার্ক-৩ এবং তার আগের প্রজন্মের রকেট পোলার লঞ্চ স্যাটেলাইট ভেহিকলস তৈরির অন্যতম কাণ্ডারি ছিলেন সোমনাথ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট উপগ্রহ পৃথিবীর কক্ষপথে পাঠানোর ক্ষেত্রে পিএসএলভি এই মুহুর্তে সবচেয়ে বড় হাতিয়ার। কেরলের কোল্লামে টিকেএম কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হওয়ার সোমনাথ এরোস্পেস ইঞ্জিনিয়ারিং-এ মাস্টার্স করেছিলেন বেঙ্গালুরুর আইআইএসসি থেকে। তারপর ১৯৮৫-তে যোগ দেন ইসরোর বিক্রম সারাভাই স্পেস সেন্টারে।