উদ্ধার হল প্রাচীনতম এক কবরস্থান

উদ্ধার হল প্রাচীনতম এক কবরস্থান

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ এপ্রিল, ২০২২

চিলির আটাকামা মরুভূমিতে একটি পাহাড় টর্মেন্টো। তার ভেতর লুকিয়ে রয়েছে একটি কবরস্থান। সম্প্রতি চিলি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা, তাদের সঙ্গে থাকা দেশের প্রত্নতাত্বিকরা সেই কবরস্থান পাহাড়ের ভেতর উদ্ধার করেছেন। কবরস্থানটির বয়স অন্তত ১০ কোটি বছর! সেখানে উড়ন্ত সরীসৃপদের হাড় এখনও সযত্নে রাখা আছে! তার সঙ্গে লম্বা লম্বা ডানাওয়ালা ডাইনোসরদের হাড় এবং ভাঙা দাঁতও পাওয়া গিয়েছে। চিলি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের নেতৃত্বে যিনি ছিলেন সেই জোনাথন আলকারন বলেছেন, “আমরা অনেক বছর ধরে খুঁজে বেড়াচ্ছি চিলিতে কোনও সময় টেরোসর ডাইনোসরের অস্তিত্ব ছিল কি না। কিন্তু ভাবতে পারিনি এই কবরস্থানের খোঁজ পাব। প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রাপ্তি হয়েছে আমাদের।” টেরোসর ডাইনোসরদের হাড় ও দাঁতের টুকরো পাওয়ার আনন্দের পাশাপাশি বিজ্ঞানী্রা উচ্ছ্বসিত কবরস্থানের সন্ধান পেয়ে। জোনাথন বলেছেন, “কবরস্থান ছিল বলেই হাড়গুলো আর দাঁতের ভগ্নাংশগুলো অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে।”