উষ্ণায়নে বেশি জন্মাচ্ছে অপরিণত শিশু

উষ্ণায়নে বেশি জন্মাচ্ছে অপরিণত শিশু

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ জানুয়ারী, ২০২২

জার্নাল অফ পিডিয়াট্রিক অ্যান্ড পেরিন্যাটাল এপিডিমিয়োলজি-তে সাম্প্রতিক প্রকাশিত ৬টি গবেষণা থেকে আরও এক উদ্বেগজনক খবর জানা গেল যে, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনের জন্য ক্ষতি হচ্ছে মাতৃগর্ভে থাকা ভ্রুণ ও সদ্যোজাত শিশুর। ৬টি গবেষণাই জানিয়েছে, উষ্ণায়নের জন্য বিশ্ব জুড়ে যেভাবে দাবানলের ঘটনা, অনিয়ন্ত্রিত জীবাশ্ম জ্বালানির ব্যবহারে যেভাবে মাত্রারিক্ত দূষণের সৃষ্টি হচ্ছে তার জেরে মহিলাদের প্রজনন ক্ষমতাও কমে যাচ্ছে আশঙ্কাজনকভাবে এবং সদ্যোজাত শিশুদের মধ্যেও নানাধরণের জটিলতার জন্ম হচ্ছে। আমেরিকা, ডেনমার্ক, ইজরায়েল, অস্ট্রেলিয়া সহ গোটা বিশ্বে গবেষণা চালিয়ে গবেষণাপত্রগুলি তৈরি করা হয়েছে। ইজরায়েলে ২ লক্ষ শিশুর ওপর পরীক্ষা চালিয়ে দেখা হয়েছে উষ্ণায়নের জন্য জন্মের এক বছরের মধ্যে অস্বাভাবিক ওজনের শিকার হচ্ছে শিশুরা। গবেষণা থেকে জানা গিয়েছে ওজন বৃদ্ধি পরে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে অন্তত ১০ শতাংশ শিশুর ক্ষেত্রে। একইসঙ্গে দাবানলের ধোঁয়াও গর্ভবতী মহিলাদের নানাধরণের শারীরিক অসুস্থতার সৃষ্টি করছে।