একশো বছর পর অরুণাচলে উদ্ধার বিরল উদ্ভিদ!

একশো বছর পর অরুণাচলে উদ্ধার বিরল উদ্ভিদ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ জুন, ২০২২

একশো বছর পর অরুণাচল প্রদেশে গবেষকরা বিরল উদ্ভিদের খোঁজ পেলেন। যে গাছ এককালে পরিচিত ছিল ‘ইন্ডিয়ান লিপস্টিক প্লান্ট’ কিংবা ভারতীয় লিপস্টিক গাছ নামে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষকরা অরুণাচলের আজওয়ান জেলায় এই বিরল প্রজাতির গাছের হদিশ পেয়েছেন। ১৯১২ সালে ব্রিটিশ বোটানিস্ট স্টিফেন ট্রয়টে ডুন প্রথমবার চিহ্নিত করেছিলেন। এই প্রজাতির বিভিন্ন গাছের লাল রঙের ফুলগুলি অনেকটা লিপস্টিকের মতো দেখতে হওয়ার কারণেই এমন নাম দেওয়া হয়েছিল। গবেষকরা একটি সায়েন্স জার্নালে জানাচ্ছেন, এই ধরনের কোনও গাছ ১৯১২ সালের পর আর ভারতে খুঁজে পাওয়া যায়নি। এর পাতাতেও রয়েছে বিশেষত্ব। পাতার উপরের অংশ সবজে হলেও নিচের অংশের রং বেগুনি ও সবুজ। এই গাছে ফল ও ফুল ফোটে অক্টোবর থেকে জানুয়ারি মাসের মধ্যে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চিরসবুজ অরণ্যের মাঝেই সাধারণত এই প্রজাতির গাছগুলি বেড়ে ওঠে। আর্দ্র পরিবেশ এই গাছের অনুকূল। যে সে পরিবেশে একেবারেই নিজেদের মানিয়ে নিতে পারে না এই লিপস্টিক গাছ। আজওয়ান জেলায় মাঝেমধ্যেই ধস নামে। তাছাড়া জঙ্গল কেটে তৈরি হয় পিচের রাস্তা, কনক্রিটের ঘর-বাড়ি, বাজার। আবার ঝুম চাষও ব্যাপক পরিমাণে হয় এই জেলায়। এই সমস্ত বিষয়গুলি এই প্রজাতির গাছের জন্য একেবারেই প্রতিকূল। তাই সভ্যতার উন্নতির সঙ্গে ধীরে ধীরে হারিয়ে গিয়েছিল এই গাছও। কিছুটা অপ্রত্যাশিতভাবেই এবার পাওয়া গেল এই বিরল প্রজাতির উদ্ভিদ।