বিজ্ঞানভাষ সংবাদদাতা। ৭ ডিসেম্বর
Posted on ৭ ডিসেম্বর, ২০২১
৭০ একর জমিতে একক মানুষের প্রচেষ্টায় গড়ে উঠেছে জঙ্গল।তেলেঙ্গানার দুসচারলা সত্যনারায়ন সুরিয়াপত অঞ্চলে নিজের ৭০ একর জমিতে তৈরি করেছেন বিরাট এই জঙ্গল। প্রায় ২ দশকের পরিশ্রমে ধাপে ধাপে তৈরি করেছেন এই জঙ্গল। এই জঙ্গলে রয়েছে ১০০০ এর বেশি রকমের ফল। চমকের কথা যে, এই জঙ্গলে উৎপাদিত ফল কেবল বন্যপ্রানীদের জন্যেই। সত্যনারায়ন নিজে এই ফল তোলেন না, খাওয়া বা বিক্রির জন্যে ব্যবহৃত হয় না। এবং কাউকে তুলতেও দেওয়া হয় না। এমনকি এই জঙ্গলের কাঠ বিক্রি হয় না। গাছ মাটিতে পড়ে গেলে প্রাকৃতিক ভাবেই মাটিতে মিশে যেতে দেওয়া হয়।
সত্যনারায়ণ ৭টি হ্রদ তৈরি করেছেন গোটা জঙ্গলের আশেপাশে। এই হ্রদে মাছ ও কচ্ছপ চাষ করেন সত্যনারায়ণ। হ্রদে রয়েছে শত শত পদ্ম। হ্রদের জল দেওয়া হয় বনের গাছে। এই জঙ্গল সম্পর্কে সত্যনারায়ণ বলেন, বনের পশুপাখিই এই জঙ্গলের মালিক, আমি কর্মচারী মাত্র।