এক টীকাতেই ঘায়েল করোনার সব ভ্যারিয়ান্ট

এক টীকাতেই ঘায়েল করোনার সব ভ্যারিয়ান্ট

বিজ্ঞানভাষ
Posted on ৯ ফেব্রুয়ারী, ২০২২

আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। তার সঙ্গে ভুবনেশ্বরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। এই দুই বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞানীদের পাঁচ সদস্যের একটি দল দাবি করেছে তারা করোনা ভাইরাসের এমন এক টীকা আবিষ্কার করেছেন যার সহায়তায় করোনা ভাইরাসের সমস্ত ভ্যারিয়ান্টকে প্রতিরোধ করা যাবে! ওমিক্রন, ডেল্টা প্লাস, এমনকী নিও কোভিডের মত আসন্ন ভ্যারিয়ান্টও নাকি কুপোকাৎ হয়ে যাবে এই টীকায়। পাঁচ সদস্যের দলে রয়েছেন, কেএনইউ-এর সুপ্রভাত মুখোপাধ্যায়, অভিজ্ঞান চৌধুরী, আইএসএসইআরের মলয় কুমার রানা, সরোজ কুমার পান্ডা এবং পার্থসারথী সেনগুপ্ত। সম্প্রতি এই আবিষ্কারের কথা প্রকাশিত হয়েছে এলসিভিআর বিজ্ঞান পত্রিকায়। গবেষকদের দাবি, সফটওয়্যার ও ইন-সিলিকো প্রযুক্তির ওপর নির্ভর করে পারদর্শিতা দেখিয়েছে টীকা ফর্মুলা। এখন অধ্যাপকদের অপেক্ষা টীকা নির্মাতাদের এগিয়ে আসার জন্য। ভাইরোলজিস্টরাও অবশ্য উৎসাহী হয়েছেন এই হাইব্রিড ফর্মুলার বাস্তবায়ন দেখার জন্য।