এক শীতেই ব্রিটেনে ৮০ লক্ষ গাছের মৃত্যু

এক শীতেই ব্রিটেনে ৮০ লক্ষ গাছের মৃত্যু

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ ফেব্রুয়ারী, ২০২২

যে শীত সবে বিদায় নিল। শুধু এবছরের সেই শীতে গ্রেট ব্রিটেনে মারা গেল ৮০ লক্ষেরও বেশি গাছ! সরকারের তরফে কড়া নিষধাজ্ঞা জারি করা হয়েছে পাঁচ দিন আগে, দ্রুত গাছ লাগানোর প্রকল্প শুরু করতে হবে দেশ জুড়ে। দেশের সমস্ত সংরক্ষিত অরণ্যের আধিকারিকরা জানিয়েছেন, উষ্ণায়নের প্রতিফলনে আবহাওয়া চরম হয়ে গিয়েছে। দেশকে পড়তে হচ্ছে একাধিক ঘূর্ণিঝড়, অতিবৃষ্টির মধ্যে এবং এরকম বিপর্যয়কর ক্ষতি ভবিষ্যতে আরও হবে। অরণ্যের দায়িত্বে থাকা আধিকারিকদের আরও সাবধানবাণী, ব্যপকহারে গাছ ও জঙ্গল শেষ হয়ে যাওয়ার প্রতিফলন কিন্তু মনুষ্যজীবনের ওপরও পড়বে। দূষণ আরও বাড়বে। এখনও পর্যন্ত যে হিসেব বনদফতরের আধিকারিকরা পেয়েছেন তাতে দেখা যাচ্ছে ৭ হাজার হেক্টরেরও বেশি জমিতে থাকা গাছ ও তাদের সঙ্গে থাকা অন্যান্য প্রাণীরাও ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।