এন্ডোস্কোপিতে বিপ্লব

এন্ডোস্কোপিতে বিপ্লব

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ ফেব্রুয়ারী, ২০২২

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উন্নত হয়েছে চিকিৎসাবিজ্ঞান। অপারেশনের টেবিলে শরীরে কোনও অংশ বড় করে কেটে তার সার্জারি এখন অতীত। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই প্রাধান্য পাচ্ছে এন্ডোস্কোপিক সার্জারি বা মিনিমাল ইনভেসিভ সার্জারি। সহজ করে বললে, এটি হল শরীরের অত্যন্ত ছোট একটি অংশ কেটে সেই অংশের সার্জারির পদ্ধতি। নিঃসন্দেহে বলা যেতে পারে, এই ধরনের সার্জারি আদতে চিকিৎসাবিজ্ঞানে অস্ত্রোপচারের পরিভাষাই বদলে দিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে মূলত নিউরোসার্জারি ক্ষেত্রে এই সার্জারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। কারণ এই ধরনের অস্ত্রোপচারে শরীরের বড় অংশ কাটার প্রয়োজন হয় না। অথচ এটি চিকিৎসকদের আরও ভাল ভাবে টিউমার চিকিৎসা করতে সাহায্য করে। এবং রোগীও দ্রুত সুস্থ হয়ে ওঠে। এই প্রক্রিয়া অত্যন্ত সুবিধাজনকও বটে। কারণ এর ফলে চিকিৎসকেরা পুঙ্খানুপুঙ্খভাবে টিউমারটিকে পরীক্ষা করতে পারেন। সর্বোপরি একটি প্যানোরমিক ভিউ পাওয়া যায়। যা অতীতে কোনওভাবেই সম্ভব ছিল না। এটি চিকিৎসকদের নিরাপদে অস্ত্রোপচার করতে সাহায্য করে যা আখেরে সম্পূর্ণ টিউমারটিকে অপসারণের সম্ভাবনা বাড়ায়। সেই সঙ্গে এই ধরনের সার্জারি অপারেশন পরবর্তী রেডিয়েশন থেরাপির মাত্রাও হ্রাস করে।