এবার বাজারে ম্যালেরিয়ার টিকা

এবার বাজারে ম্যালেরিয়ার টিকা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ অক্টোবর, ২০২১

এবার বিশ্বের বাজারে আসছে মশাবাহিত ম্যালেরিয়ার টিকা। ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক সংস্থা ‘গ্ল্যাক্সোস্মিথক্লাইন’-এর বানানো বিশ্বের প্রথম ম্যালেরিয়ার টিকা  ‘মসকিউরিক্স’ কে অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সং‌স্থা (‘হু’)-র । হু-র তরফে টুইট করে জানানো হয়েছে, এই টিকা প্রাথমিক ভাবে গোটা আফ্রিকা মহাদেশের শিশুদের দেওয়া হবে।  গ্ল্যাক্সোস্মিথক্লাইন-এর বানানো ম্যালেরিয়ার এই টিকা ৬ সপ্তাহ থেকে ১৭ মাসের শিশুদেরও দেওয়া যাবে এই টিকা হেপাটাইটিস-বি ভাইরাসের মাধ্যমে যকৃতের সংক্রমণও রুখতে পারবে।
ম্যালেরিয়ার টিকা প্রথম বানানো হয়েছিল ১৯৮৭ সালে। কিন্তু সেই টিকাকে এত দিন হু স্বীকৃতি দিতে রাজি হয়নি। কারণ, ব্যবহারের ক্ষেত্রে একাধিক জটিলতা। পরে সেই সব সমস্যা কাটিয়ে ওঠে এই টিকা। ২০১৯ সালে হু-র তত্ত্বাবধানে ঘানা, কেনিয়া ও মালাউয়িতে শিশুদের দেওয়া ২৩ লক্ষ টিকা যথেষ্টই কার্যকর হয়েছিল। তারপরেই হু-র এই অনুমোদন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =