এবার বিলুপ্তির পথে শুশুক

এবার বিলুপ্তির পথে শুশুক

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ জানুয়ারী, ২০২২
মানুষ তার বিভিন্নরকমের চাহিদা মেটাতে গিয়ে বহু প্রাণীকে বিলুপ্তির পথে পাঠিয়ে দিয়েছে। বিলুপ্ত প্রাণীর প্রজাতির সংখ্যা এখনও পর্যন্ত প্রায় ১ মিলিয়ন। এবার সেই তালিকায় এল শুশুক। নিরীহ এই শুশুক, যার বৈজ্ঞানিক নাম ভ্যাকুইটা, ২০১৯-এ নেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীতে শুশুকের সংখ্যা মাত্র ১০টি! বিজ্ঞানীদের একাংশ মেক্সিকোয় গিয়ে এই হতাশজনক ছবিটা দেখতে পেয়েছেন। বিজ্ঞানীদের মতে শুশুকদের বিলুপ্তির অন্যতম মূল কারণ অবৈধভাবে সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা। বিজ্ঞানীরা দেখেছেন, সমুদ্রের নীচে অন্তত ২০ ফুট পর্যন্ত জলে বেছানো রয়েছে মাছ ধরার জালগুলি। দৈর্ঘ্য ও প্রস্থে জালগুলোর আয়তন এক একটা ফুটবল মাঠের মত! জালগুলোকে বলে ফুলকা জাল। জেলেরা সেই জালে মূলত ধরে চিংড়ি। কিন্তু শুশুক সেই জালে আটকে গেলে তাদেরও ছাড়া হয় না! মেক্সিকোর সান ফেলিপে শহরে জেলেদের ফেডারেশনের অফিস। এই প্রসঙ্গে তার প্রেসিডেন্ট র্যা মন ফ্রাঙ্কো দিয়াজের বক্তব্য, “সরকার থেকে তো আমাদের এখনও রোজগারের বিকল্প কোনও ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়নি। যাতে অবৈধভাবে মাছ ধরার কাজ ছেরে আমরা অন্য কোনও পথে জীবিকা নির্বাহ করতে পারি। আমাদের ছেলেময়েদের তো জামাকাপড়, ভাতের প্রয়োজন আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =