বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ অক্টোবর, ২০২১
ক’দিন আগেই নিম্নচাপের বৃষ্টিতে ভুগেছে দক্ষিণবঙ্গ। এবার বুঝি পালা উত্তরের। সমুদ্রের উপরে থাকা বাতাসের গতিপ্রকৃতি দেখে এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের জেরে ভেসে যাওয়া বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার পুজোর আগে ভাসতে চলেছে উত্তরবঙ্গ। গতকাল থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। আজ সকাল থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদার বিভিন্ন অংশে বৃষ্টি হচ্ছে। নিম্নচাপের জেরে আজ ও আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।