এবার সংক্রমণ মারবার্গের

এবার সংক্রমণ মারবার্গের

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১৮ জুলাই, ২০২২

এখনও পুরোপুরি কাটেনি কোভিড-উদ্বেগ। তার মধ্যেই আরেকটি বিরল ভাইরাসের সন্ধান মিলল মানবদেহে। ঘানায় দু’জনের শরীরে সন্ধান পাওয়া গেল মারবার্গ ভাইরাসের। ইবোলার মতোই এই ভাইরাসের অনেক বেশি সংক্রমক। ঘানার স্বাস্থ্য দফতর সূত্রের খবর এই মাসের শুরুর দিকে দুই ব্যক্তির শরীরে এই ভাইরাসের হদিস মেলে। ১৭ জুলাই দু’জনই মারা যান। মারা যাওয়ার আগে দুই রোগীর শরীরেই জ্বর, ক্লান্তি ভাব, ডায়ারিয়ার মতো উপসর্গ দেখা দিয়েছিল। ঘানা হেলথ সার্ভিস (জিএইচএস) এক বিবৃতিতে বলেছে, ডাকারে ইনস্টিটিউট পাস্তুরে এই দুই ব্যক্তির রক্তের নমুনা পরীক্ষা করার পর সেনেগালের পরীক্ষাগারে ফের ফলাফলগুলিকে নিশ্চিত করা হয়।