এবার হেঁসেলে রোবট

এবার হেঁসেলে রোবট

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ৭ জুন, ২০২৩

রোবট পারে না এমন কাজ কি কিছু আছে? চিকিৎসায়, পণ্য পরিবহনে, খেলার মাঠে, জলের নিচে এমনকি মহাকাশ গবেষণা কেন্দ্রেও রোবটের সমাদর ক্রমে বাড়ছে। এবার রান্নার কাজেও রোবটের দক্ষতা প্রমাণিত হল। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিজ্ঞানীরা সম্প্রতি একটা রোবট রাঁধুনি বানিয়েছেন। ইউটিউবে রান্নার ভিডিও দেখে দিব্বি সুস্বাদু স্যালাড বানাল নতুন এই রোবট।
রান্নার কাজটা কিন্তু মোটেই সহজ নয়। তা সে রোবটই হোক কিংবা মানুষ। আমাদের মধ্যে অনেকেই তো ইউটিউব অথবা ইন্সটাগ্রামে রান্নার ভিডিও দেখে নতুন কোনও পদ রাঁধতে শিখি। রোবটের ক্ষেত্রেও সেই একই নিয়ম। কেমব্রিজের বায়ো-ইন্সপায়ার্ড রোবটিক্স ল্যাবরেটরির বিজ্ঞানী গ্রেগর্জ সোচাকি বলছেন, আমরা দেখতে চেয়েছিলাম মানুষের মতোই এই রোবট রাঁধুনি কি শিখে নিতে পারে? মশলা আর উপাদান একসাথে করলে খাবারের স্বাদ কেমন হতে পারে সে ধারণা আমাদের মতো রোবটের সিস্টেমেও আছে।
ব্রকোলি, গাজর, আপেল, কলা আর কমলালেবু দিয়ে ভালই স্যালাড বানিয়েছে এই নয়া রোবট। আটটা সহজ প্রণালি ব্যবহার করে এই স্যালাড প্রস্তুত করার ভার দেওয়া হয়েছিল রোবটের উপর। সোচাকি আর তাঁর সহকর্মীরা বলছেন দিব্বি হয়েছে স্যালাড। এবার অন্য কোনও পদ বানানোর চ্যালেঞ্জ নিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =