এলো যে শীতের বেলা

এলো যে শীতের বেলা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ নভেম্বর, ২০২১

ধীরে ধীরে রাজ্যে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। চামরায় ধরছে টান। শীত শীত ভাব অনুভব করতে শুরু করে দিয়েছেন বঙ্গবাসী। নভেম্বরে শেষ পর্বে শীত পড়তে শুরু করলেও, জাঁকিয়ে শীত উপভোগ করার জন্য ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে বলছে হাওয়া অফিস। তারা বলেছে, নিম্নচাপ রেখার জেরে পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, কলকাতার আকাশ মেঘমুক্ত রৌদ্রজ্জ্বলই থাকবে। তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামায়  মানুষজনকে হালকা শীত পোশাক পরতে দেখা যাচ্ছে।