এ দেশেও কি বুস্টার ডোজ!

এ দেশেও কি বুস্টার ডোজ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ আগষ্ট, ২০২১

করোনার বিরুদ্ধে দীর্ঘকালীন প্রতিরোধ গড়ে তুলতে আমেরিকা, ব্রিটেন এবং ইজরায়েলের মতো বিভিন্ন‌ দেশ ইতিমধ্যেই করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করে দিয়েছে। এই প্রেক্ষিতে প্রশ্ন‌ উঠেছে ভারতেও কি করোনা টিকার বুস্টার ডোজ দিতে হবে, না কি দুটি ডোজই যথেষ্ট? আর ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের বা এমস-য়ের প্রধান রণদীপ গুলেরিয়ার ব্যাখ্যা, এদেশে এই প্রশ্নের উত্তর পেতে বেশ কয়েকটি গবেষণা শুরু হয়েছে। বয়স্ক এবং গুরুতর অসুস্থদের ক্ষেত্রে এই বুস্টার জরুরি কি না সেটাই এখন দেখার চেষ্টা হচ্ছে। গুলেরিয়ার আশা, বুস্টার টিকার প্রয়োজন আছে কি না, আগামী বছরের মধ্যেই তা জানা যাবে। এই মুহুর্তে যে তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে আছে তার ভিত্তিতে গুলেরিয়া জায়েছেন, এই মুহূর্তে ভারতে করোনা টিকার বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ দেওয়ার প্রয়োজন নেই।