ওমিক্রনে আক্রান্ত রোগীদের মস্তিস্কের অসুখও হচ্ছে

ওমিক্রনে আক্রান্ত রোগীদের মস্তিস্কের অসুখও হচ্ছে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ ডিসেম্বর, ২০২১

মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়া সাম্প্রতিক এক গবেষণা থেকে জানা গিয়েছে করোনা ভাইরাসের বর্তমান ভ্যারিয়ান্ট ওমিক্রনে আক্রান্ত রোগীদের মস্তিস্কেও অসুখ দেখা দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ওমিক্রন ভ্যারিয়ান্টে আক্রান্ত বহু মানুষ। গবেষকরা দেখেছেন ১০ শতাংশের বেশি মানুষ, যারা ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে মাথা ঘোরা, রৈখিক ধোঁয়াশা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ার লক্ষণ দেখা গিয়েছে। গবেষকরা জানাচ্ছেন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সমস্যা থেকেই মস্তিস্কের এই অসুখের সূত্রপাত। গবেষকদের একাংশ মনে করছেন ওমিক্রনে আক্রান্ত রোগীদের মস্তিস্কের অসুখ দেখা দেওয়ার আর একটি কারণ হতে পারে মানসিক। ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই রোগীর মানসিক উদ্বেগ আর নানারকমের আশঙ্কা থেকেও মস্তিস্কে জটিলতা বাড়ছে। চিকিৎসকরা জানাচ্ছেন, মস্তিস্কের এই অসুখ কিন্তু ভাইরাসের মতই ছড়িয়ে পড়ছে আর ইসকেমিক স্ট্রোকের সম্ভাবনাও রোগীদের মধ্যে বেড়ে যাচ্ছে।