দক্ষিণ আফ্রিকায় চালানো এক সাম্প্রতিক গবেষণা জানিয়েছে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়ান্টে কেউ সংক্রামিত হলেও তার পরিণতি ভয়াবহ হচ্ছে না যদি সেই রোগী তার আগে ওমিক্রন ভ্যারিয়ান্টে আক্রান্ত হন। ওমিক্রন ভ্যারিয়ান্টের হদিশ মিলেছিল গত নভেম্বরে, দক্ষিণ আফ্রিকায়। তারপর দেখা গিয়েছে করোনা ভাইরাসের অন্যান্য রূপের তুলনায় ওমিক্রন দ্রুত হারে বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করেছে। এমনকী, টীকা নেওয়ায় যে অ্যান্টিবডি শরীরে তৈরি হচ্ছে তাকেও ধোঁকা দিতে পারছে এই ওমিক্রন। আফ্রিকা হেলথ রিসার্চের তরফে গবেষণা চালানো হয়েছে টিকা না নেওয়া এবং টিকা নেওয়ার পর ওমিক্রনে যারা সংক্রামিত হয়েছেন তাদের ওপর। গবেষকরা ওমিক্রনে সংক্রামিত রক্তের প্লাজমা পরীক্ষা করেছেন গবেষকরা। প্লাজমাতেই থাকে অ্যান্টিবডি। দেখা গিয়েছে আগে কেউ ওমিক্রনে সংক্রামিত হয়ে থাকলে তার দেহে তৈরি হওয়া অ্যান্টিবডিগুলোর ডেল্টাকে রোখার ক্ষমতা অন্তত সাড়ে চার গুণ বেড়ে যাচ্ছে।