ওড়িষায় অবৈধ মাইনিংয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

ওড়িষায় অবৈধ মাইনিংয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ জুন, ২০২২

ওড়িষায় কিছু সংস্থার অবৈধভাবে মাইনিংয়ের কাজে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। সোমবার এই সংক্রান্ত মামলায় এম আর শাহ আর অনিরুদ্ধ বোসের বেঞ্চ জানিয়েছে, বন দফতরের অনুমতি ছাড়াই বালাসোর অ্যালয়ের মত কিছু কোম্পানি অবৈধভাবে খননের কাজ চালিয়ে যাচ্ছে। এই কাজে স্ট্যাটাস-কো অর্ডার থাকা সত্ত্বেও। রাজ্য হাইকোর্টকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যে আগামী ৬ মাসের মধ্যে অবৈধ এই কাজ বন্ধ করতে ঘবে। বিচারপতিরা বিস্মিত দেখে যে, বন দফতরের কাছে মাইনিংয়ের আবেদনপত্রগুলো জমা পড়ে থাকা অবস্থাতেই কোম্পানিগুলোকে মাইনিংয়ের কাজ চালিয়ে যেতে দেখে। কোর্টের প্রশ্ন, আবেদনপত্রগুলোর জমা অবস্থায় থাকা মানে কি অনুমতিপত্র পেয়ে যাওয়া? সুপ্রিম কোর্টের আরও নির্দেশ ওড়িষা হাইকোর্ট যেন আগামী ৬ মাসের মধ্যে তএই সংক্রান্ত সমস্ত বিচারাধীন মামলার শুনানি সম্পন্ন হয়।